রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :

নবাগতরা এলেও দলে পুরোনোদের প্রাধান্য দিতে হবে: কাদের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৭৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, পাবনা: দলে নবাগতরা এলেও পুরোনোদের প্রাধান্য দিতে হবে। খারাপ লোকদের এনে দল ভারী করার দরকার নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, দলীয় লোকজন ছাড়া আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারবে না। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় দেশ আজ চরম উন্নতির দিকে ধাবিত হচ্ছে। বিশ্বের দরবারে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ নতুন চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যাবে। আওয়ামী লীগ তথা শেখ হাসিনার উন্নয়ন রুখে দিতে দেশে-বিদেশে শত্রুতা আর ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে নিজেদের রাজনৈতিক ও সাংগঠনিক দক্ষতা দিয়ে।

বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির কোনো রাজনীতি নেই। মহামারি করোনার মধ্যেও বিএনপির কোনো নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি। বিএনপি আন্দোলন ছাড়া ঘরে বসে থেকেই আওয়ামী লীগের বিদায় ঘণ্টা বাজায়। তাই নৌকার ভোট বাড়ে আর আওয়ামী লীগ বারবার সরকার গঠন করে।

এর আগে বেলা সাড়ে ১১টায় পাবনা পুলিশ লাইন্স মাঠে জাতীয় ও দলীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে সম্মেলন শুরু হয়। পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লালের সভাপতিত্বে এবং গোলাম ফারুক প্রিন্সের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, খায়রুজ্জামান লিটন, কেন্দ্রীয় কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান, সদস্য বেগম আখতার জাহান বক্তব্য দেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিতে রেজাউল রহিম লালকে সভাপতি ও গোলাম ফারুক প্রিন্সকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102