

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার বনগাঁও ব্লকে কৃষি অধিদপ্তরের আয়োজনে ১৪ই ফেব্রুয়ারি কন্দাল জাতীয় ফসল মিষ্টি আলুর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

জমিরুল চেয়ারম্যানের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম এর পরিচালনায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের মাঠ দিবস অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ ও উপজেলা কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ
অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ আবু হোসেন, জেলা কৃষি প্রশিক্ষণ অফিসার সিরাজুল ইসলাম, জেলা কৃষি বীজ প্রত্যয়ন অফিসার আনিছুর রহমান , উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সাবের আলম, প্রভাষক আলম, কৃষক আঝারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি ফারুক আহাম্মদ সরকার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কন্দাল জাতীয় ফসল মিষ্টি আলু ভাতের থেকেও পুষ্টি গুন দ্বিগুণ তাই এ উপজেলায় কন্দাল জাতীয় ফসল মিষ্টি আলুর উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে কৃষকদের নিয়ে কৃষক মাঠ দিবসের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য যে কন্দাল জাতীয় ফসল, যেমন মিষ্টি আলু
ওল কচু, লতা রাজ কচু, মোখি কচু, মাচালু, এই সব জাতীয় ফসল কন্দাল ফসলের আওতায়।