রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত আত্ম মর্যাদাশীল মানুষ হিসেবে মাথা উচু করে দাঁড়াতে হবে মহিমান্বিত ও অলৌকিক রাত শবে মেরাজ শ্রীমঙ্গলে ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত নবীগঞ্জে ভারতীয় পন্য সহ আটক ১ দবিরুল ইসলাম ওবিই এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের শোক প্রকাশ মৌলভীবাজারে ধামতিপুরী (রঃ) এর ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত বিশ্ব নন্দিত আলেম শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ রহঃ’র সংক্ষিপ্ত জীবনী বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে মাছ পাচারকালে ইলিশ সহ দুই ট্রাক আটক জালালাবাদ রোটারী ক্লাবের উদ্যোগে বিনামূল্যে প্লাস্টিক সার্জারী সেবা প্রদান শুরু

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে: পরিবেশমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১০ জানুয়ারি, ২০২২
  • ২২৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, সামনে নির্বাচন, তাই সরকারের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে। কারণ এ সরকারকে তারা আর ক্ষমতায় দেখতে চায় না। আটকাতে হবে। সরকার দেশের ও মানুষের জীবনমানের উন্নয়ন করছে। সরকারের এ উন্নয়নকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে। তাই আওয়ামী লীগ সরকারের অগ্রযাত্রাকে ধরে রাখতে চাইলে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

মন্ত্রী সোমবার বিকালে মৌলভীবাজারের বড়লেখায় সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।  

উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে অনূর্ধ্ব ১০০ মিটার সেতু নির্মাণ প্রকল্পের আওতায় বড়লেখায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর সেতু নির্মাণের প্রকল্পটি বাস্তবায়ন করছে। ২০২২ সালের নভেম্বরের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার কথা রয়েছে। ৬৬ মিটার দীর্ঘ এই সেতুর কাজে সরকারের ব্যয় হবে ৬ কোটি ৮৭ লাখ ৫১ হাজার ৪৮৯ টাকা। 

বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও জোবায়ের হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. আজিম উদ্দিন সরদার, বড়লেখা ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, ডা. হেলাল উদ্দিন, অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, তিলপারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজির উদ্দিন প্রমুখ।

এর আগে পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন এমপি ফকিরবাজার-দাসেরবাজার রাস্তা হতে গোডাউনবাজার রাস্তা ভায়া উত্তর বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয় রাস্তা আরসিসি দ্বারা ৯০০ মিটার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের বাস্তবায়নে এতে সরকারের ব্যয় হবে ১ কোটি ৭৬ লাখ ২৮ হাজার ৫৪৬ টাকা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102