রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :

প্রধানমন্ত্রীর সঠিক নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: পরিবেশমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ২২৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। মহামারী করোনা ভাইরাসও দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করতে পারেনি। কুচক্রীরা দেশের উন্নয়ন অগ্রযাত্রার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চালাচ্ছে।

কৃষক ভাইদের মনোযোগ সহকারে আধুনিক পদ্ধতি অনুসরণ করে চাষাবাদ চালিয়ে দুর্বার গতিতে কৃষিকে এগিয়ে নিতে হবে। জলবায়ু পরিবর্তনের কুপ্রভাব মোকাবেলায় গাছ কাটা থেকে আমাদের বিরত থাকতে হবে, বেশি বেশি করে গাছ লাগাতে হবে।

তিনি ২০ নভেম্বর শনিবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৪ হাজার ৩০০ জন প্রান্থিক কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল জাতের বোরো ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেবল সরকার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাসেদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আব্দুল লতিফ, পৌরসভার প্যানেল মেয়র আলী আহমদ চৌধুরী জাহিদ প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102