রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :

বিশ্বের কাছে শেখ হাসিনার উন্নয়ন দৃশ্যমান: পরিকল্পনামন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ৪৩১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, ভোলা: পরিকল্পনা মন্ত্রী এমএ মন্নান বলেছেন, আকাশের ওপর দিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপন করা হয়েছে। শেখ হাসিনার উন্নয়ন আজ বিশ্বের কাছে দৃশ্যমান। 

শনিবার বেলা ১২টায় চরফ্যাশনকে নদীভাঙন কবল থেকে রক্ষার পরিকল্পনা কার্যক্রম পরিদর্শনের পূর্বে বজ্রগোপাল টাউন হলে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

পরিকল্পনা মন্ত্রী বলেন, শেখ হাসিনা ভালো কাজের জন্য সবসময় সহযোগিতা করেন। বর্তমানে দেশে শান্তিশৃঙ্খলা বজায় আছে; কিন্তু একটি মহল বিশৃঙ্খলা করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হচ্ছে।

অনুষ্ঠানে চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। তিনি বলেন, বিএনপি জামায়াত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘোলাপানিতে মাছ শিকার করতে চায়। ঘাতক কুচক্রী মহলের ষড়যন্ত্র থেকে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, জেলা প্রশাসক তৌফিক-ই-এলাহী চৌধুরী, ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-নোমান, পৌর মেয়র মো. মোরশেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, সহকারী কমিশনার আবু আবদুল্লাহ খান প্রমুখ। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102