

বদরুল মনসুর : শতাব্দীর মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের প্রধান নেতা ও বাংলাদেশ সরকারের প্রথম রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা মুজিবের সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে গত ৩১ শে সেপ্টেম্বর ইউকে বিডি টিভিতে মাদার অব হিউম্যানিটি” বাঙালির অস্তিত্বের শেকড় দেশরত্ন শেখ হাসিনা শীর্ষক আন্তজার্তিক ভার্চুয়ালি আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।

বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব সার্বজনীন উদযাপন কমিটি অব ওয়ার্ল্ড ওয়াইড এর সদস্য সচিব ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এর উপস্থাপনায়, ইউকে বিডি টিভির ম্যানেজিং ডিরেক্টর ও যুবলীগ বৃষ্টল বাথ এন্ড ওয়েষ্ট শাখার সভাপতি ইঞ্জিনিয়ার খায়রুল আলম লিংকন এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ সুলতান মাহমুদ শরীফ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান উপ-কমিটির সদস্য বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ কমিটির সদস্য “স্কুয়াড্রন লিডার এম সাদরুল আহমেদ খান পলিট, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম জসিম উদ্দিন আহমেদ, যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এম আলিমুজ্জামান, নিউপোর্ট আওয়ামী লীগের সভাপতি শেখ মোহাম্মদ তাহির উল্লা, মানচেষ্টার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর গোলাম মোস্তফা, হল হাম্বার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাধা কান্ত ধর, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খান প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে মোহাম্মদ মকিস মনসুর এর লেখা কবিতা যৌথভাবে আবৃত্তি করেন ইউকে বিডি টিভির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম ও কালচারাল প্রোগ্রাম ডিরেক্টর হেলেন ইসলাম, বাংলাদেশ থেকে জনপ্রিয় আবৃত্তি শিল্পী শ্রাবন্তী বড়ুয়া, সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী নন্দিনী চক্রবর্তী, জনপ্রিয় শিল্পী মোস্তফা কামাল মিলন ও এনটিভির অন্যান্য প্রতিভার নব প্রজন্মের জনপ্রিয় কন্ঠ শিল্পী তানজিম বিন তাজ প্রত্যয়।
আলোচনা সভায় বক্তারা বলেন আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, বাংলাদেশের স্বাধীনতা, আধুনিক বাংলা আর শেখ হাসিনা এই পাঁচটি শব্দ এক অভিন্ন !
বাঙালির অস্তিত্বের শেকড়, বিশ্বনেত্রী শেখ হাসিনা’ আমাদের স্বপ্নজয়ের ঠিকানা বলে বক্তারা বলেন নিজের সততা নিষ্ঠা একাগ্রতা, ভিশন ও কাজের মাধমে বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক হিসাবে আজ বিশ্বনেত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন।তাঁর সুদৃঢ় নেতৃত্বে এগিয়ে চলেছে বাংলাদেশ দুরন্ত, দুর্বার গতিতে। নিখাদ দেশপ্রেম, দূরদর্শিতা, সুদৃঢ় মানসিকতা ও মানবিক গুণাবলী তাঁকে করেছে অদ্বিতীয়। তিনিই বাঙালির জাতীয় ঐক্যের প্রতীক, ভরসার শেষ আশ্রয়স্থল , তিনি হচ্ছেন বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনা’।
বক্তারা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার জন্য সকলের প্রতি দোয়া কামনা করে বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের মহান কারিগর,মঙ্গা থেকে উন্নয়নশীল দেশ,পদ্মা সেতু থেকে মেট্রোরেল,কর্ণফুলী ট্যানেল,গভীর সমুদ্রবন্দর, সাগরে বিমানবন্দর, প্রায় ৫০ বিলিয়ন মার্কিন ডলার রিজার্ভ এসব তাঁর মতো দক্ষ, সফল রাষ্ট্রনায়কের সাহসী নেতৃত্বে সম্ভব হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন।