

মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজার শহরের সবার পরিচিত ব্যক্তি খলিল আব্দুল্লাহ্ মুক্তি (৫০)ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের পুরাতন হাসপাতাল সড়কে তার নিজ বাস ভবন থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনর্চাজ ইয়াসিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসার একটি রুমে সকালে তার পরিবারের লোকজন তাকে না দেখতে পেয়ে তার রুমের ভেতর ওড়না দিয়ে ফেনের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠান । ওসি আরো জানান, এটা প্রাথমিতভাবে ধারণা করা যাচ্ছে আত্নহত্যা । ময়না তদন্তের পর বিস্তারিত বলা যাবে।