রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :

অবৈধ দখলে থাকা বর্ষিজোড়া ইকোপার্কের ৩৬ একর জমি উদ্ধার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৪ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে দখলদারদের উচ্ছেদ করে বর্ষিজোড়া ইকোপার্কের ৩৬ একর জমি পুনরুদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার জেলা প্রশাসন ও পুলিশের সহযোগিতায় বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এই অভিযান চালায়।

বন বিভাগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই ৩৬ একর জমি পড়েছে মৌলভীবাজার সদর উপজেলার লাউরাগা রিজার্ভ ফরেস্ট মৌজায় (খতিয়ান নম্বর ৩, জেএল নম্বর ১৭৫)। ওই মৌজার গোমড়া এলাকায় সংরক্ষিত বনভূমি বর্ষিজোড়া ইকোপার্কের জমি স্থানীয় আশিক মিয়াসহ কয়েকজন দীর্ঘদিন ধরে জবরদখল করে রেখেছিলেন।

তারা ইকোপার্কের জমিতে অবৈধভাবে মাটির, আধা পাকা ও টিনের আটটি ঘর নির্মাণ করেছিলেন। ২০১৭ সালের ১৩ জুলাই মৌলভীবাজার সদর ভূমি অফিস, বন বিভাগ ও এলাকাবাসীর উপস্থিতিতে যৌথ জরিপ করা হয়। এর মাধ্যমে বনভূমির সীমানা চিহ্নিত করা হয়। বন বিভাগ বিভিন্ন সময়ে ওই জমি থেকে দখলদারদের উচ্ছেদের উদ্যোগ নেয়। কিন্তু তাদের সরানো যায়নি। উচ্ছেদ করতে গেলে দখলদাররা বন বিভাগের লোকজনের ওপর হামলা চালান। এ নিয়ে মামলা-মোকদ্দমা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ জেলা প্রশাসন ও পুলিশের সহযোগিতায় উচ্ছেদ অভিযান শুরু করে। বেলা পৌনে তিনটা পর্যন্ত এই অভিযান চলে। এ সময় ওই জমিতে নির্মিত আটটি ঘরই ভেঙে বনভূমি পুনরুদ্ধার করা হয়।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, আরও আগেই দখলদারদের উচ্ছেদ করা হতো। করোনার কারণে উচ্ছেদ অভিযান পিছিয়ে যায়। পুনরুদ্ধার করা জমিতে কিছুদিনের মধ্যেই গাছ লাগানো হবে।

অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভির আহমদ, সহকারী বন সংরক্ষক (এসিএফ) শ্যামল কুমার মিত্রসহ বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102