বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

শ্রীমঙ্গলে

হারমোনি ফেস্টিভ্যাল উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল(মৌলভীবাজার)
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৬২ এই পর্যন্ত দেখেছেন
বহুবর্ণের সাংস্কৃতিক মিলনমেলার প্রতীক আসন্ন হারমোনি ফেস্টিভ্যাল উপলক্ষে শ্রীমঙ্গলে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার  (১১ ডিসেম্বর) বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ র‌্যালি আয়োজন করা হয়।
হারমোনি ফেস্টিভ্যাল উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, আমাদের এই আয়োজন শান্তি, সম্প্রীতি ও বহুবর্ণের সংস্কৃতির প্রতিচ্ছবি। বহুবর্ণের সাংস্কৃতিক মিলনমেলার প্রতীক এই হারমোনি ফেস্টিভ্যাল। তিনি আরও বলেন সবার অংশগ্রহণ ও সহযোগিতায় হারমোনি ফেস্টিভ্যালের মূল চেতনা ও সৌন্দর্য্য আরও উজ্জ্বল হয়ে ফুটে উঠবে।
র‌্যালিতে অন‍্যান‍্যদের উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি)  মহিবুল্লাহ আকন, স্থানীয় বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন। শোভাযাত্রা জুড়ে ছিল ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, ব্যানার, ফেস্টিভ্যালের প্রচারণা এবং সম্প্রীতির বার্তা।
উল্লেখ্য, পর্যটন শিল্পকে বিকশিত করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর উদ্যোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হতে যাচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ ২০২৫’। আগামী ১৮ থেকে ২০ ডিসেম্বর শ্রীমঙ্গল ফুলছড়া চা-বাগান মাঠে তিন দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়েছে। ২৬টি নৃ-জাতী গোষ্টির সংস্কৃতির এ মিলন মেলাকে সফল করার লক্ষ্যে অগ্রিম প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে।
এই উৎসবে শ্রীমঙ্গল তথা বাংলাদেশের বিভিন্ন জাতিসত্তার সংস্কৃতি, নাচ, গান, পোশাক, ঐতিহ্য ও জীবনধারার এক মহামিলনমেলা উপস্থাপিত হবে। উৎসবকে ঘিরে শ্রীমঙ্গলে ইতিমধ্যে আনন্দ উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102