পঞ্চগড়ে বিজিবির নবনির্মিত সরদারপাড়া বিওপি’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। দেশের সীমান্ত সুরক্ষায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্ত পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত এলাকায় নবনির্মিত সরদারপাড়া বিওপির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার বড়শশী ইউনিয়নের সরদারপাড়া গ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র উত্তর-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এসএম নাছের আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে নামফলক উন্মোচন করে বিওপির উদ্বোধন করেন। এর আগে রিজিয়ন কমান্ডার গার্ড অব অনার গ্রহণ করে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে বিওপি চত্বরে বৃক্ষ রোপণ করে দেশ ও জাতির মঙ্গলকামনা করে দোয়া মোনাজাতে অংশ নেন।
পরে উপস্থিত বিজিবির সদস্যের উপস্থিতিতে উদ্বোধনী ভাষণ দেন তিনি। ব্রিগেডিয়ার জেনারেল এ এসএম নাছের বলেন, বিজিবি সদস্যরা দিবা-রাত্রি প্রতিকূল পরিবেশে দেশের সীমান্ত রক্ষায় দায়িত্ব পালন করে আসছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহের মাধ্যমে সকলের সহযোগিতা আমরা প্রত্যাশা করি। ভবিষ্যতেও স্থানীয় জনগণ, সংবাদকর্মী ও সুশীল সমাজের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।
তিনি বলেন, নতুন এই বিওপি চালুর মাধ্যমে সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে কার্যক্রম আরও শক্তিশালী হবে। একই সঙ্গে সীমান্তবর্তী অঞ্চলে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
নবনির্মিত সরদারপাড়া বিওপি উদ্বোধনের মাধ্যমে সীমান্ত সুরক্ষায় নতুন অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।