তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগ সিলেটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ নভেম্বর) সিলেট নগরীর গুয়াবাড়ি এলাকায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা মোস্তফা কামাল পাশা মওদুদ।
যুবদল নেতা শাহবাজ আহমদ এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন এর সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন বিএনপি নেতা আব্দুল আহাদ হেলাল।
সাবেক ছাত্রনেতা মাহবুব আহমেদ চৌধুরীর সঞ্চালনায় এসময় আব্দুল কাহের, হারুনর রশীদ সুহেল, মাহবুবুল আলম, সৈয়দ ফজলুর রশীদ ইকবাল, সাবেক ছাত্রনেতা সামুন মাহমুদ মাহবুব আহমেদ, বুরহান উদদীন, শামিম আহমদ শাহার, শাহ স্বপন, মোঃ আলী মিলন, কায়েস চৌধুরী, মুরাদ আহমদ, জিনুক আহমদ, রাশেদ আহমদ, মুন্না আহমদ, হাসান আহমদ সহ ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।