রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :

জিয়ার কবর সরানোর সিদ্ধান্ত এখনো হয়নি: কাদের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ১৯৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবন এলাকা থেকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর সরানোর এখনো কোন সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

মঙ্গলবার কৃষিবিদ ইনস্টিটিউটে কৃষক লীগের আলোচনা সভায় তিনি এ কথা জানান।

সাম্প্রতিক সময়ে সংসদ ভবনের পাশে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবর নিয়ে উত্তপ্ত দেশের রাজনীতি। কবরে লাশ থাকা, না থাকা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপির নেতারা।

জনদৃষ্টি ভিন্ন খাতে সরাতে সরকার জিয়ার কবর নিয়ে প্রশ্ন তুলছে বলে মনে করেন বিএনপির নেতারা। তবে কবর দেয়ার সময় কফিনে জিয়ার লাশ ছিলো, সেটা প্রমাণের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন আওয়ামী লীগের নেতারা। কবরে লাশ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

সমাধি নিয়ে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গণে সংসদ ভবন এলাকা থেকে জিয়ার কবর সরানোর বিষয়টিও উঠে এসেছে। জিয়াসহ স্বাধীনতা বিরোধীদের সমাধি সরিয়ে মার্কিন স্থপতি লুই ইসাডোর কানের মূল নকশা বাস্তবায়নের দাবি রয়েছে বিভিন্ন মহলের।

এমন প্রেক্ষাপটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জিয়াউর রহমানের কবর সরানো নিয়ে এই মুহুর্তে সরকারের কোনো সিদ্ধান্ত নেই।

তিনি আরো বলেন, ১৫ আগস্টে কেক কাটা হলো প্রতিহিংসার রাজনীতি। এদেশে গুম-খুনের রাজনীতি শুরু করেছে বিএনপি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102