বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন

তেতুলিয়ায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে অভিযান অনুষ্ঠিত

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৪ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার তেতুলিয়ায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) তেতুলিয়া উপজেলা প্রশাসন ও পঞ্চগড় পরিবেশ অধিদপ্তর এর যৌথ উদ্যোগে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার হারাদিঘী নিউ মার্কেট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে নির্মাণ সামগ্রী অনাবৃত অবস্থায় রাস্তার উপর সংরক্ষণের মাধ্যমে বায়ুদূষণ করার অপরাধে এক ব্যবসায়ীকে ৫,০০০/-(পাঁচ হাজার ) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয়। এসময়ে  তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট-শালবাহান-হারাদিঘী-বুড়াবুড়ি রাস্তা সংলগ্ন নির্মাণ সামগ্রীসমূহ রাস্তা থেকে দূরে সংরক্ষণের জন্য ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়।
তেতুলিয়া উপজেলা প্রশাসন, এর সহকারী কমিশনার(ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. আকাশ অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। পঞ্চগড় পরিবেশ অধিদপ্তর, এর পক্ষ থেকে এ ধরণের অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102