রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :

ধর্মান্ধদের রাজনীতি করতে দেওয়া হবে না: কৃষিমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ১৬৪ এই পর্যন্ত দেখেছেন

সচিবালয় প্রতিনিধি: দেশের মাটিতে ধর্মান্ধদের রাজনীতি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে বিএআরসি মিলনায়তনে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কৃষি মন্ত্রণালয় আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, দেশের মাটিতে ধর্মান্ধরা আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। ধর্মান্ধদের শেকড় এ দেশে, পাকিস্তানে, আফগানিস্তানে বা যেখানেই যত গভীরেই হোক না কেন তা সমূলে উপড়ে ফেলা হবে। যে কোনো মূল্যে তাদেরকে মোকাদবিলা করা হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে মানবজাতির মুক্তির মহান নেতা হতেন। পৃথিবীতে যারা মানবতার শত্রু, যারা নানা কারণে বিশ্বব্যাপী বর্বরোচিতভাবে জঘণ্যতম হত্যাকাণ্ড চালায়, যারা জঙ্গিবাদে বিশ্বাস করে ও জঙ্গি বানায়- তাদের বিরুদ্ধে বঙ্গবন্ধুর প্রতিবাদী কণ্ঠ ও অবস্থান থাকত সবার উপরে।

আব্দুর রাজ্জাক বলেন, বঙ্গবন্ধু কৃষি বিপ্লবের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন করতে চেয়েছিলেন। বঙ্গবন্ধু কৃষি উন্নয়নের যে ভিত্তি স্থাপন করেছিলেন, সে ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষিতে এই বিস্ময়কর সাফল্য এসেছে। এ সাফল্যকে আরও বেগবান করতে কৃষিবিদ, বিজ্ঞানীসহ সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102