শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন

শুক্রবার মৌলভীবাজার সফরে আসছেন কৃষিমন্ত্রী

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল(মৌলভীবাজার)
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১৬৫ এই পর্যন্ত দেখেছেন

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি সরকারি সফরে শুক্রবার এলাকার বিভিন্ন কর্মসূচীতে যোগদান করবেন।

 শুক্রবার (১ মার্চ) সফরকালে তিনি শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে কয়েকটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন। কৃষি মন্ত্রীর একান্ত সচিব (যুগ্মসচিব) ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে।

সফরসূচি অনুযায়ী কৃষিমন্ত্রী ঢাকা থেকে আন্তঃনগর পারাবত ট্রেনযোগে শুক্রবার সকাল সাড়ে ১০টায় শ্রীমঙ্গলে পৌঁছাবেন। রাত ৮টায় শ্রীমঙ্গলের উত্তরসূরে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম ও মিশনের শুভ দ্বারোদঘাটন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি যোগ দিবেন।

শনিবার (২ মার্চ) সকাল ৯টায় কৃষিমন্ত্রী মৌলভীবাজার মাতারকাপনে ইম্পেরিয়াল মেডিক্যাল হাসপাতাল ও তাফিদা রাকিব ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন।

একই দিন সকাল সাড়ে ১০টায় তাঁর মিশন রোডের বাসভবনে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আয়োজিত ও বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা বেষ্টনী প্রকল্পের আওতায় বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করবেন।

এছাড়াও মন্ত্রী শনিবার বেলা ১১টায় বিটিআরআই রেস্ট হাউস প্রাঙ্গণে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগ আয়োজিত দলের তৃণমূলের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102