রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাবেক ভিসি আরেফিন সিদ্দিক এর মৃত্যুতে প্রবাসীদের শোক ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মহান আল্লাহ তায়ালা নিজ হাতে রোজাদারকে পুরস্কৃত করবেন হৃদয় উজার করে মানুষের জন‍্য কাজ করতে হবে বাংলাবান্ধা সীমান্তে হত্যা বন্ধে বিজিবির কড়া প্রতিবাদ মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার জেনারেল আব্দুর রবের মৃত্যুতে শোক প্রকাশ যুক্তরাষ্ট্র জেএসডি এর ঊদৌগে পতাকা উত্তোলন দিবস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শিশু ধর্ষণের খবর শুনে মৃত্যুর কোলে বাবা ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত

হবিগঞ্জে নৌকার মনোনয়নে চমক! দুই এমপির বদলে নতুন মুখ

এম,এ আহমদ আজাদ
  • খবর আপডেট সময় : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১৯০ এই পর্যন্ত দেখেছেন

হবিগঞ্জে নানা কর্মকান্ডের কারণে বিতর্কিত হওয়ায় দুইজন সংসদ সদস্যকে মনোনয়ন থেকে বাদ দেয়া হয়েছে। পরপর তিনবারের নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খান ও সাবেক চারবারের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর পুত্র বর্তমান সংসদ সদস্য গাজী শাহনওয়াজ মিলাদ চুড়ান্ত মনোনয়ন থেকে বাদ পড়েছেন। হঠাৎ চমক দিয়েছেন হবিগঞ্জ জেলা পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। তিনি নৌকার মনোনয়ন পাওয়ায় উচ্ছসিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। নবীগঞ্জ বাহুবলে আওয়ামীলীগের নেতা কর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন।

অপরদিকে পরপর তিনবারের নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খান কে বাদ দিয়ে মনোনয়ন দেয়া হয়েছে সাবেক ৫বারের সংসদ সদস্য শরীফ উদ্দিনের ছেলে তরুণ আইনজীবি ময়েজ উদ্দিন শরীফ রুয়েলকে। তার মনোনয়ন পাওয়ার কারনে আজমীরিগঞ্জ ও বানিয়াচং উপজেলায় আনন্দ মিছিল হয়েছে।

হবিগঞ্জ জেলার নবীগঞ্জের বর্তমান সংসদ সদস্য গাজী শাহনওয়াজ মিলাদ এবং বানিয়াচংয়ের সংসদ সদস্য এড. আব্দুল মজিদ খান এর জায়গায় নতুন প্রার্থীকে মনোনয়ন প্রদান করেছে আওয়ামী লীগ। এই দুই সাংসদের বিরুদ্ধে নেতাকর্মীদের সাথে সম্পৃক্ততা নেই, স্বজনপ্রীতি, দলীয় কোন্দলসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এছাড়া গাজী শাহনওয়াজ মিলাদ বিরুদ্ধে অভিযোগ সিলেট মেডিক্যাল বিশ্ব বিদ্যালয়ের নিয়োগ বানিজ্যে তার পরিবারের সদস্যরা জড়িয়ে পড়েন।তার বোনের জামাই ডাঃ মুর্শেদ ভিসি ছিলেন তাকে পুজি করে পরিবারে সদস্যরা নিয়োগ বানিজ্য করেন এনিয়ে ব্যাপক লেখালেখি হয়।

আওয়ামী লীগ নেতা ও নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম বলেন,  দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতিতে কোন্দলে জড়িত ছিলো। নতুন এম পি মনোনয়নের কারণে এখন হয়তো এর অবসান ঘটবে। নবীগঞ্জ উপজেলা আ্ওয়ামীলীগ দ্বিধা বিভক্ত ছিলো এখন নতুন প্রার্থীর কারণে ঐক্যবদ্ধ হিসাবে কাজ করবে।

নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা এই মনোনয়ন দিয়ে সাধারণ মানুষের আশার প্রতিফলন ঘটিয়েছেন। নবীগঞ্জের মানুষ এখন তারা তাদের অধিকার আদায়ের সুযোগ পাবে। বিগত সময়ের এম পি দলীয় নেতকর্মীদের মুল্যায়ন না করে তার বাবা ফরিদ গাজী স্মৃতি সংসদের প্রতি ঝুকে পড়েন, তাই তিনি দল জনগন থেকে বিছিন্ন হয়ে যান। তিনি বিগত ৫ বছর প্রতিশ্রুতির  ফুলঝুড়ি দিলেও আশার প্রতিফলন হয়নি।

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরীকে মনোনয়ন দেওয়ায় উচ্ছসিত সেখানকার আওয়ামী লীগ নেতাকর্মীরা।
এদিকে নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের একজন প্রভাব শালী নেতা নাম প্রকাশ না করার শর্তে  বলেন, সিলেট মেডিক্যাল বিশ্ব বিদ্যালয়ের নিয়োগ বানিজ্য সহ হবিগঞ্জ-১ আসনে টিআর, কাবিখা, দখলদারিত্বের দুর্নীতির অভিযোগে সংসদ সদস্য মিলাদ গাজী মনোনয়ন বঞ্চিত হয়েছেন।

অন্যদিকে, দলীয় কর্মকান্ডে বিতর্কিত হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এড. আব্দুল মজিদ খানের জায়গায় মনোনয়ন পেয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. ময়েজ উদ্দিন রুয়েল। ঐ আসনের মনোনয়ন প্রত্যাশী ১০ জন প্রার্থী হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এড. আব্দুল মজিদ খানের বিরুদ্ধে দলীয় কোন্দল সহ নানা অনিয়মের কথা তুলে ধরে পাল্লামেন্টারী বোর্ডের কাছে অভিযোগ দেন। তাকে ছাড়া যে কাউকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা।এ্টাই ছিলো মনোনয়ন বঞ্চিত হওয়ার বড় একটি কারণ বলে জানাগেছে।

হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী ও এড. ময়েজ উদ্দিন মলীফ রুয়েল কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা দলের মনোনয়ন পেয়েছি আগামীতে সবাইকে নিয়ে এক সঙ্গে কাজ করতে চাই।

এছাড়া হবিগঞ্জের ৪টি আসনের মধ্যে অন্য দুটি আসন হবিগঞ্জ-৩ আসনে মনোনয়ন পেয়েছেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও তিনবারে সংসদ সদস্য এড. আবু জাহির ও হবিগঞ্জ-৪ আসনে দুইবারের সংসদ সদস্য বিমান পর্যটন প্রতিমন্ত্রী এড.মাহবুব আলী।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102