পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার আজিজ নগর নদীতে পড়ে থাকা অজ্ঞাত ব্যক্তির পরিচয় মিলেছে। তিনি ডাঙ্গা পাড়া এলাকার নিখোঁজ আজিম উদ্দীন (৩০)। তাকে গত ১৯ নভেম্বর থেকে কোথাও পাওয়া যাচ্ছিল না। এ বিষয়ে গত ৬ দিনে
নিখোঁজের সন্ধানে মডেল থানায় কোন জিডি করা হয়নি।
শুক্রবার(২৪ নভেম্বর ) বিকালে ৩ নং তেতুলিয়া ইউনিয়নের আজিজ নগর গ্রামের গবরা নদীর পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিখোঁজ ব্যক্তি তেতুলিয়া উপজেলার ৩ নং তেতুলিয়া ইউনিয়নের ডাংগা পাড়া গ্রামের বাসিন্দা মোঃ শাহাজানের ছেলে আজিম উদ্দীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে কয়েকজন স্থানীয় কৃষক মাঠে কাজ করতে মাঠে যাওয়ার সময়নদীর গর্তে লাশটি পড়ে থাকতে দেখে তারা স্থানীয়দের জানায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এব্যাপারে তেতুলিয়ায় ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিক ও ইউপি সদস্য আবু হানিফ জানান, পরিচয় সনাক্ত করে নিখোজ ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তিনি পেশায় কৃষক ছিলেন।নিউজ /এমএসএম