পঞ্চগড়ে পুলিশের দক্ষতা উন্নয়ন কোর্সের ১৪ তম ব্যাচ এর কোর্স সমাপনী ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃস্পতিবার (১২অক্টোবর) পঞ্চগড় পুলিশ লাইন্সে বিভিন্ন ইউনিটের কনস্টেবল থেকে নায়েক পদমর্যাদার পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন কোর্সের ১৪তম ব্যাচ এর কোর্স সমাপনী ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. সফিকুল ইসলাম। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে সমাপনী বক্তব্য, সার্টিফিকেট প্রদান এবং কোর্সে ১ম, ২য়, ও ৩য় স্থান অর্জনকারীদের মধ্যে পুরস্কার প্রদান করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার পুলিশ হাসপাতাল মোঃ আসাদুজ্জামান আসাদ,আর আই পুলিশ লাইন্স মোঃ রফিকুল ইসলাম, আরও-১, রিজার্ভ অফিস, পঞ্চগড় মোঃ মিজানুর রহমান সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ও প্রশিক্ষণার্থীগণ।