রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৯:২০ অপরাহ্ন

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারকে পুনরায় ক্ষমতায় বসাতে হবে— মুহিবুর রহমান মানিক এমপি

সেলিম মাহবুব
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৬৯ এই পর্যন্ত দেখেছেন
সুনামগঞ্জ-৫ আসনের  ছাতক-দোয়ারাবাজার নির্বচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, সরকারের আন্তরিকতার কারণে ছাতক ও দোয়ারাবাজারে ব্যাপক উন্নয়ন কাজ সম্পন্ন করতে পেরেছি। তিনি  উত্তর খুরমা ইউনিয়ন ও চরমহল্লা ইউনিয়নের বিভিন্ন ব্রিজ-কালভার্ট, বিদ্যালয়, মাদ্রাসা, বিদ্যুতায়ন ও রাস্তা  উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, অতীতে আমরা যেসব এলাকায় রাস্তা নির্মণের কথা ভাবতে পারিনি আজ সেখানে হয়েছে পাকা রাস্তা। আমরা ঘরে-ঘরে বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি। সরকারের এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে উত্তর খুরমা সহ চর মহল্লা ইউনিয়ন সহ গ্রামীণ এসব এলাকা শহরের মতো হয়ে যাবে।
তিনি আরো বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশে বার-বার শেখ হাসিনার সরকারের প্রয়োজন। এ জন্য আগামী সংসদ নির্বাচনে এই এলাকায় আওয়ামীলীগের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।  ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নে ১কোটি ২৮ লক্ষ টাকা ব্যয়ে গাবুরগাঁও- আমেরতল বাজার পাকা সড়কের উদ্ভোধন শেষে গাবুরগাঁও মাদ্রাসা মাঠে আয়োজিত  উদ্ভোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক এমপি এসব কথা বলেন।
উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদের সভাপতিত্বে ও  শিপলু আহমদের পরিচালনা অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, ছাতক উপজেলা প্রকৌশলী আফসার আহমেদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, আওয়ামীলীগ নেতা আফজাল আহমদ, রফিকুল ইসলাম কিরণ, পৌর আওয়ামীলীগের সন্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক আনিসুর রহমান চৌধুরী সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মনজুর আলম, কৃপেশ চন্দ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি সাইফুর রহমান সিজান প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম, যুবলীগ নেতা সাদমান মাহমুদ সানি, মাওলানা আব্দুল হাই, মাওলানা আব্দুস সালাম, মাওলানা কামরুজ্জামান, ইউপি সদস্য জয়নাল আবেদিন, কয়ছর আহমদ, সাবেক সদস্য আব্দুল মালিক, স্থানীয় হাজী রজব আলী, তেরাব আলী, আব্দুল কাহার, নুরুল ইসলাম, ছইল মিয়া, খায়রুল হুদা, আব্দুর রহমান, আব্দুস সালাম, মোশাহিদ আলী, আবুল কালাম, আজিজুল হক, বদর উদ্দিন, কয়েছ মিয়া, আব্দুল গফুর, হারুন মিয়া, ইকবাল হোসেন,জাকির আহমদসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102