বাংলাদেশ ও পাকিস্তান তাদের পারস্পরিক লাভের জন্য কৃষিসহ বিভিন্ন খাতে সম্পৃক্ত হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) পাকিস্তানের বিদায়ী হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতকে বলেন, ‘এটি নতুন প্রজন্মের যুগ এবং কৃষি গবেষণার ক্ষেত্রে দুই দেশের কৃষি গবেষণা কেন্দ্রের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে উঠতে পারে।’
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।
শেখ হাসিনা রাষ্ট্রদূতকে বলেন, তার সরকার দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং এ লক্ষ্যে কৃষি খাতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি উল্লেখ করেন যে, উৎপাদন বাড়ানোর জন্য কৃষি গবেষণায় প্রচেষ্টা চালানো হচ্ছে এবং এটি অত্যন্ত ইতিবাচক ফলাফল দেবে বলে আশা প্রকাশ করেন।
বাংলাদেশে পাকিস্তানি রাষ্ট্রদূতের সফল মেয়াদের জন্য পাকিস্তান হাইকমিশনারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
বৈঠকে পাকিস্তানি রাষ্ট্রদূত দেশের উন্নয়ন দৃশ্যমান উল্লেখ করে বাংলাদেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে অসাধারণ সাফল্যের ভূয়সী প্রশংসা করেন।
সিদ্দিকী বলেন, বাংলাদেশের জনগণ খুবই উদ্যোগী এবং পাকিস্তানের জনগণের কাছে তাদের সুনাম রয়েছে। প্রেস সচিব বলেন, বৈঠকে ক্রিকেটের বিষয়বস্তুও আলোচনায় এসেছে।
এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।
নিউজ /এমএসএম