সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৪ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর সমাধিতে পুলিশ মহাপরিদর্শকের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৮ এই পর্যন্ত দেখেছেন

সিনিয়র সচিব পদমর্যাদায় উন্নিত হওয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।

শ্রদ্ধা নিবেদন শেষে আইজিপি পবিত্র ফাতেহা পাঠ এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট শাহাদাতবরণকারী সকলের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার আল-বেলী আফিফাসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আইজিপিকে সিনিয়র সচিবের মর্যাদা দিয়ে গতকাল রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102