পঞ্চগড় জেলার তেতুলিয়ায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২১ আগস্ট) বিকালে তেতুলিয়ার চৌরাস্তা বাজার থেকে শুরু হয়ে তেতুলিয়া বাংলাবান্ধা মহাসড়কে বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তেতুল গাছ তলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ সভাপতি আব্দুল লতিফ তারিন। তেতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডলের সভাপত্বিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সারাধন সম্পাদক উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, যুবলীগের আহ্বায়ক মুজাফর হোসেন, তেতুলিয়ার সেচ্ছাসেবক লীগের সভাপতি মো- শওকত আলী মিয়া, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি জহিরুল আলম জুয়েল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মুসা, তেতুলিয়ায় আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক কৃষক লীগের সাধারন সম্পাদক মো; জুলফিকার আলী জুয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আসফাকুর রহমান সোহান , তেতুলিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক মোঃ সুরুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাংঠনিক সম্পাদক ইউসুব আলী, উপজেলা যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাবুল আক্তার, তেতুলিয়া সদর চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মাসুদ করিম সিদ্দিক, শালবাহান ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা আশরাফুল ইসলাম, তিরনই হাট ইউপি আওয়ামীলীগ সাধারন সম্পাদক ডানিয়েল হোসেন, তেতুলিয়া উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আবু সাঈদ, তেতুলিয়া মৎস্য জীবী লীগের সভাপতি আবু সাইদার রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ছাত্র লীগের সাবেক সভাপতি আব্দুল বাসেত ও সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক আব্দুল হাকিম।
এ সময় উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গ্রেনেড হামলা চালিয়ে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টা করা হয়। বক্তারা ওই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীসহ এর মদতদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দ্রুত শাস্তি কার্য্য জানানো হয়।