বৃহস্পতিবার (২৭ আগষ্ট) পঞ্চগড় জেলা পুলিশের আয়োজনে সকালে ৮ টায় পুলিশ লাইন্স, প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন পঞ্চগড়ের পুলিশ সুপার, এস,এম,সিরাজুল হুদা পিপিএম।
পুলিশ সুপার সিরাজুল হুদা প্যারেড পরিদর্শন শেষে অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার ও পরিচ্ছন্নতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন পঞ্চগড় অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ) এস. এম. শফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) জনাব মোছাঃ রুনা লায়লা সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ও ফোর্সবৃন্দ।