বিএনপি-জামায়াতের ‘হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে’তেতুলিয়ায় বিক্ষোভ মিছিল করেছে তেতুলিয়া উপজেলা আওয়ামী লীগ। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে রোববার (৩০ জুলাই) বিকালে তেতুলিয়ায় এ কর্মসুচি পালন করা হয়।
সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, নির্বাচন সামনে রেখে জ্বালাও-পোড়াও , পুলিশের ওপর হামলা করছে। এতে প্রমান হয় তারা শান্তি চায় না। জামায়াত-বিএনপির নৈরাজ্য প্রতিহত করতে মাঠে থাকবে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও তেতুলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু, যুবলীগের আহ্বায়ক মোজাফর হোসেন, সদর তেতুলিয়ায় যুব লীগের সভাপতি আবু সাঈদ, সাধারন সম্পাদক সোহেল রানা, সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মুসা, তেতুলিয়া ছাত্রলীগের সভাপতি আশফাকুর রহমান সোহান, তেতুলিয়ায় মৎস্য জীবী লীগের সদস্য সচিব আবু সাঈদার রহমান প্রমুখ।