যুক্তরাজ্য সুষ্ঠু নির্বাচনে উৎসাহিত করে বলে জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
রবিবার (২৩ জুলাই) জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে বৈঠক করেন ঢাকাস্থ বৃটিশ হাইকমিশনার সারাহ কুক। এরপর ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে এক টুইটে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, বৈঠকে বাংলাদেশ-ব্রিটেন সম্পর্ক এবং আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।
সম্প্রতি সারাহ কুক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গেও বৈঠক করেন।
নিউজ/এম.এস.এম