শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৬:৪৬ অপরাহ্ন

মির্জা ফখরুল

নির্বাচনকে তামাশায় পরিণত করেছে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৮৬ এই পর্যন্ত দেখেছেন

সরকার দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে তামাশায় পরিণত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মন্তব্য, সরকার কাউকে সহ্য করতে পারে না। হিরো আলমকেও না। এ জন্যই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাবন্দি করেছে।

বুধবার (১৯ জুলাই) দিনাজপুর ইনস্টিটিউট মাঠে জেলা বিএনপি আয়োজিত রংপুর বিভাগীয় পদযাত্রা শুরুর আগে সমাবেশে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আজকের পদযাত্রায় লাখ লাখ মানুষ আসবে- এটা জেনেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে। হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রলীগের ছেলেরা আমাদের বহু নেতাকর্মীকে মেরে আহত করেছে।

বিএনপি মহাসচিব বলেন, আজকের লড়াই-সংগ্রাম খুবই কঠিন। এই লড়াই জাতির অস্তিত্বের লড়াই। এর মাধ্যমে আমরা স্বাধীন জাতি হিসেবে টিকে থাকব কিনা তা নির্ধারিত হবে। দিনাজপুরের মানুষ সব সময় আন্দোলন করতে পারে, তারা তেভাগা আন্দোলন করেছে। অথচ এই জেলার মেয়ে খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দি রাখা হয়েছে।

সরকার সারা দেশে ৪০ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছে দাবি করে তিনি বলেন, সরকার ছয় শতাধিক মানুষকে গুম করেছে। পুরো জাতিকে দ্বিধাবিভক্ত করেছে। নতুন কায়দায় দেশ ধ্বংসের পায়তারা করছে। দেশ, মাটি ও মাকে রক্ষায় সবাইকে গর্জে উঠতে হবে।

তিনি আরো বলেন, সরকার বিএনপির আন্দোলনকে ভয় পায়। এ জন্য সারাদেশে কর্মসূচিতে হামলা চালিয়ে হত্যা করছে। এর প্রতিবাদে আগামী শুক্রবার আমরা সারাদেশে শোক র‍্যালি করব। আমরা ১০ দফা দিয়েছিলাম। কিন্তু এখন দাবি একটিই, সরকার পতন।

কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, মৎসজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম মাহতাব, তাঁতীদলের সভাপতি আবুল কালাম আজাদ, জাসাসের সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল প্রমুখ।

সমাবেশ শেষে বিএনপি মহাসচিবের নেতৃত্বে পদযাত্রা শুরু হয়। দিনাজপুর জেলরোড, স্টেশন রোড, সদর হাসপাতাল মোড়, নিমতলা মোড়, মডার্ন মোড় ঘুরে আবারো ইনস্টিটিউট মাঠে শেষ হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102