হবিগঞ্জে নদ-নদীগুলোতে পানি কখনো বাড়ছে আবার কখনো কমছে। শুক্রবার (২৩ জুন) রাত ১০ টা পর্যন্ত কালনি-কুশিয়ারার পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া খোয়াই, ধলেশ্বরসহ জেলার সব নদীর পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
শুক্রবার দুপুরে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের ফেসবুক পেজে নির্বাহী প্রকৌশলী শামিম হাসনাইন মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়- কুশিয়ারা নদীর পানি আজমিরীগঞ্জ পয়েন্টে বিপদসীমার ৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
তবে, শেরপুর পয়েন্টে বিপদসীমার ৯১ সেন্টিমিটার এবং মার্কুলি পয়েন্টে ১৯৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
খোয়াই নদীর পানি সবগুলো পয়েন্টেই বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হওয়ার খবর জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
বিজ্ঞপ্তিতে বলা হয় খোয়াই নদীর বাল্লা পয়েন্টে পানি বিপদসীমার ১২৫ সেন্টিমিটার, শায়েঞ্জাগঞ্জ পয়েন্টে ৬২৬ সেন্টিমিটার ও শহরের মাছুলিয়া পয়েন্টে ৩৮৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।নিউজ /এমএসএম