পঞ্চগড় জেলার তেতুলিয়ায় বিভিন্ন কর্মসূচি মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৩ জুন) বিকালে আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও দোয়া মাহফিল ও আলোচনা সভা শোভাযাত্রা র্যালি অনুষ্ঠিত হয়।
তেতুলিয়ায় আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো; ইয়াসিন আলী মন্ডলের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাব্লু এবং আওয়ামী লীগের সদস্য আব্দুল বাসেতের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনাসভায় বক্তব্য রাখেন ছাত্রলীগ সভাপতি মোসফিকুর রহমান সোহাগ, যুবলীগের আহব্বায়ক মোজাফর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাাদক মোসা করিম, আওয়ামী লীগ সহ-সভাপতি মো;তাজিরুল ইসলাম তাজু, সরর্দার আবতাব উদ্দীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো; ইউসুব আলী প্রমূখ।
এসময় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা বিনির্মাণের যে স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সে স্বপ্ন বাস্তবায়নের পথে দেশ এগিয়ে চলেছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে সকলকে ঐকবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।নিউজ /এমএসএম