শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন

তেঁতুলিয়ায় অবৈধভাবে

পাথর-বালু উত্তোলণের দায়ে তিন ব্যক্তির কারাদন্ড

তেঁতুলিয়া সংবাদদাতা
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১৬৭ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের বালাবাড়ী কালিতলা ডাহুক নদীর সেতু সংলগ্ন স্থানে বালু ও মাটি কেটে পাথর-বালু উত্তোলণ করাকালীন সময়ে ঘটনাস্থল হতে আটককৃত তিন ব্যক্তিকে মোবাইল কোর্টে ৭ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২৯ মে) দুপুরে শালবাহান ইউনিয়নের বালাবাড়ী কালিতলা এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে ডাহুক নদীর কালিতলা ব্রীজ সংলগ্ন স্থান হতে রাস্তা ও ব্রীজের ক্ষতিসাধন করে বালু ও মাটি কেটে পাথর-বালু উত্তোলণ করাকালীন সময়ে হাফিজার রহমান (২৭), খাদেমুল ইসলাম (২৫) ও আবু তাহের (২০) নামের তিন ব্যক্তিকে ঘটনাস্থলে আটক করা হয়।  আটককৃত তিন জনকে তাৎক্ষনিক বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ মোতাবেক ০৭ (তিন) দিনের কারাদন্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা এ দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, বুড়াবুড়ি ইউনিয়নের ডাহুকগুচ্ছগ্রামের মোস্তফা কামালের পুত্র আবু তাহের (২০), হারাদিঘী গ্রামের হবিবর রহমানের পুত্র হাফিজার রহমান (২৭) এবং সরকারপাড়া গ্রামের মফিজুল ইসলামের পুত্র খাদেমুল ইসলাম (২৫)। এছাড়াও, ঘটনাস্থল হতে পাথর ও বালুসহ ৩টি ট্রলি জব্দ করা হয়।
এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম ও তেঁতুলিয়া মডেল থানার এএসআই আসিফ সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102