রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কিং কোবরার ছোবলে সাপুরের মৃত্যু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৩৩২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কিং কোবরার ছোবলে সুমন মিয়া (৩৭) নামের এক সাপুরের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর ১টার দিকে সাপের খেলা দেখানোর সময় তাকে ছোবল মারে কিং কোবরা। তিনি উপজেলার সদর ইউনিয়নের বিষামনির মাঝের চৌমূহনা এলাকার মৃত বাবুল সাপুরের পুত্র এবং জেরিন চা বাগানের চা শ্রমিক।

বিষয়টি নিশ্চিত করে ওই এলাকার ওয়ার্ড সদস্য বিশ্বজিত দেব বর্মা বলেন, সুমন গত বৃহস্পতিবার জেরিন চা বাগান থেকে একটি কিং কোবরা সাপ ধরে বাড়িতে নিয়ে আসে। শনিবার দুপুরে সাপটি নিয়ে এলাকাতে খেলা দেখানোর সময় তার ডান হাতের বৃদ্ধাঙ্গুলে ছোবল মারে। সাথে সাথে তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্র করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সিলেট মেডিকেলে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষনা করেন।তিনি আরো জানান, সন্ধ্যার পর সুমনের লাশ এলাকায় পৌঁছলে শ্রমিক কলোনীতে শোকের ছায়া নেমে আসে। সুমন দীর্ঘ ২০/২৫ বছর যাবত সাপ ধরে এবং সাপের খেলা দেখিয়ে আসছিল। তার বাবা বাবুল মিয়াও একজন পেশাদার সাপুরে ছিল।

তবে সে সাপের খেলা দেখানোর পাশাপাশি জেরিন চা বাগানের নিয়মিত চা শ্রমিক ছিল। সে জেরিন চা বাগানের মাঝের চৌমূনা এলাকায় শ্রমিক কলোনীতে পরিবার নিয়ে বসবাস করতো। তার দুই স্ত্রী দুই ছেলে ও এক মেয়ে আছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102