

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ড্রেজিং বিভাগের প্রধান প্রকৌশলী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন প্রকৌশলী মো. আবদুল মতিন। তাকে এক বছর মেয়াদে এ নিয়োগ দেয়া হয়।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এর আগে গত ৩০ জুন তিনি অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) যান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রকৌশলী মো. আবদুল মতিনকে তার অভোগকৃত অবসর-উত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো। নিয়োগের শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও এতে উল্লেখ করা হয়।
জানা গেছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নৌস্থাপত্য ও মেরিন প্রকৌশল বিভাগ থেকে বিএসসি পাশ করা মো. আবদুল মতিন ১৯৮৪ সালে সহকারী প্রকৌশলী পদে যোগ দেন। ২০০৭ সালের ১৫ জুলাই প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে পদন্নোতি পান। ওই পদ থেকে গত ৩০ জুন পিআরএল এ যান। এর আগে ২০১২ সালের ২৯ জানুয়ারি থেকে ২০১৩ সালের ৬ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি বিআইডব্লিউটিএর এমএমই বিভাগের প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ড্রেজার ক্রয়সংক্রান্ত প্রকল্পগুলোরও পরিচালক ছিলেন।