

স্টাফ রিপোর্টার ঢাকা: পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো: শাহাব উদ্দিন, এমপি মহোদয়ের সাথে বুধবার সন্ধ্যায় তার সরকারি বাসভবনে দক্ষিণ এশিয়া সমবায় পরিবেশ (এসএসিইপি), কলম্বো, শ্রীলঙ্কা এর নবনিযুক্ত মহাপরিচালক ড. মো. মাছুমুর রহমান সৌজন্য সাক্ষাৎ করেন। মন্ত্রী দক্ষিণ এশিয়ার দেশগুলোতে জলবায়ু পরিবর্তনের বিভিন্ন ক্ষতিকর দিক এবং এর থেকে উত্তরণে (এসএসিইপি) এর ভূমিকা নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, বাংলাদেশ এই প্রথম বারের মত (এসএসিইপি) এর মহাপরিচালক পদ পেয়েছে। (এসএসিইপি) এর গভর্নিং কাউন্সিলর বর্তমান চেয়ারম্যান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো: শাহাব উদ্দিন এমপি আশা প্রকাশ করেন যে, পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় দক্ষিণ এশীয় অঞ্চলে আগামী দিনগুলোতে বাংলাদেশের ভূমিকা ও নেতৃত্ব আরো সুদৃঢ় হবে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দক্ষিণ এশিয়ায় পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় (এসএসিইপি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সদস্য দেশ সমূহ (বাংলাদেশ, ভুটান, শ্রীলংকা, মালদ্বীপ, ভারত, পাকিস্তান, নেপাল ও আফগানিস্তান) পারস্পরিক সহযোগিতা, টেকনোলজি ট্রান্সফার, সচেতনতা বৃদ্ধি ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এ অঞ্চলে পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় একসাথে কাজ করবে।
পরিবশমন্ত্রী বাংলাদেশ থেকে নবনিযুক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানান এবং তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।