

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পলাশগড় কদমপাড়া নদীরপাড় এলাকায় পটল ক্ষেতের জমি থেকে গাঁজার গাছসহ শ্রী আরঞ্জন খালকো (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ডালপালা লতাপাতা ও গোড়াসহ গাছটির ওজন ৪৪ কেজি। যার মূল্য প্রায় ৩ লাখ টাকা।বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার ওসি শাহেদ আল মামুন। গ্রেপ্তারকৃত আরঞ্জন খালকো পাঁচবিবি উপজেলার পলাশগড় গ্রামের শ্রী শাকলু খালকোর ছেলে। জয়পুরহাট ডিবির ওসি শাহেদ আল মামুন জানান, পাঁচবিবি উপজেলার পলাশগড় এলাকায় একটি পটল ক্ষেতে আরঞ্জন খালকো গাঁজার চাষ করে আসছিল, এমন সংবাদের ভিক্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরঞ্জন খালকো পালালোর চেষ্টা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে মাদক মামলায় তাকে পাঁচবিবি থানায় সোর্পদ করা হয়েছে।