শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর সাথে যুক্তরাজ্য

আওয়ামীলীগ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

মকিস মনসুর
  • খবর আপডেট সময় : শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩
  • ১২৬ এই পর্যন্ত দেখেছেন

আধুনিক স্মার্ট বাংলাদেশ গড়ার রুপকার, মাদার অব হিউম্যানিটি প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা এমপির সাথে বঙ্গভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৃহস্পতিবার (৪ঠা জানুয়ারী) যুক্তরাজ্য আওয়ামী লীগের এক প্রতিনিধি দল
সৌজন্য সাক্ষাৎে মিলিত হন।

সৌজন্য সাক্ষাতে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলা বিনির্মাণে ডিজিটাল বাংলার আলোর মিছিলকে এগিয়ে নিতে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দিন রাত যেভাবে কাজ করে যাচ্ছেন, বিশেষ করে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ ও মেট্রোরেল সহ উন্নয়নের মহাসড়কে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য মানণীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে অতীতের মতো ভবিষ্যতে ও যুক্তরাজ্য সহ সকল প্রবাসীরা মানণীয় প্রধানমন্ত্রীর সাথে থাকবেন বলে প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।

প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যুক্তরাজ্য আওয়ামীলীগের কর্মকাণ্ডের ভূয়শী প্রশংসা করে আওয়ামী লীগের সম্মেলনে প্রবাস থেকে যারা এসেছেন প্রতিনিধিদলের সবাইকে ধন্যবাদ জানানো সহ প্রবাসীদের বাংলাদেশে আরও বেশি বেশি বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন।

মহাণ মুক্তিযোদ্ধ সহ বাংলাদেশের প্রতিটি প্রয়োজনে ও বাংলাদেশের উন্নয়নে সহায়ক হিসাবে যুক্তরাজ্য আওয়ামী লীগ অতীতে যেভাবে সহযোগিতা করেছেন আগামী দিনে ও আধুনিক স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের অগ্রগতি বজায় রাখতে সহযোগিতার হাত প্রসারিত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের যতটুকু উন্নতি আমরা করেছি, সেটা এমনি এমনি আসেনি। এ জন্য আমাদের শ্রম দিতে হয়েছে, কষ্ট করতে হয়েছে, পরিকল্পনা করতে হয়েছে। যার ফলে মাত্র ১৪ বছরে আমরা বাংলাদেশের বিরাট পরিবর্তন আনতে পেরেছি।’
‘ভবিষ্যতে যাতে আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে না পারে। কেউ যেন আর ওই অগ্নিসন্ত্রাস করার সাহস না পায়, মানুষের জীবনের শান্তি ও নিরাপত্তা যেন কেউ বিঘ্নিত করতে না পারে, সে ব্যাপারে সবাইকে দেশে বিদেশে সজাগ থাকতে হবে।’ বলে নিদের্শনা প্রদান করেছেন।

বৃটেন থেকে সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর জানান,
যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ, ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুক এর নেতৃত্বে প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে আনসারুল হক, মিসবাউর রহমান মিসবাহ, আ স ম মিসবাহ, কাওসার চৌধুরী, খসরুজ্জামান খসরু, মেয়র আসিফ সামস রনজন, আশরাফুল ইসলাম, সাইদুর রহমান, মকসুদ রহমান, মুসলিমা শামস বনি, রুজি চৌধুরী, মুক্তিযোদ্ধা কিচু চৌধুরী, কাজি মাসুম, মাহমুদ আলী, সজিব ভূঁইয়া, সারওয়ার কবির, আতায়ুর রহমান, বদরল কামালী সহ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনে অংশগ্রহণকারী আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ ছাড়াও ও প্রবাসী কমিউনিটি লিডারদের অনেকেই প্রতিনিধিদলের সাথে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎে উপস্থিত ছিলেন।।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102