পঞ্চগড় জেলার তেতুলিয়ায় কৃষকলীগের উদ্যাগে ৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল জব্বারের ২২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার তেঁতুলিয়া উপজেলা কৃষকলীগের কার্যালয়ে এক দোয়া মাহফিল ও স্মরণসভার আয়োজন করে বীর মুক্তিযোদ্ধা মরহুম আঃ জব্বার স্মৃতি সংসদ তেঁতুলিয়া।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আঃ জব্বারের ছেলে সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল বাসেত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন।
বক্তারা মরহুমকে স্মরন করে বলেন, বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল জব্বার ছিলেন তেঁতুলিয়া থানা স্বাধীনতা সংগ্রাম পরিষদের আহ্বায়ক। তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং ১৯৭৫ এ জাতির পিতা শেখ মুজিব হত্যার পর কারা নির্যাতিত নেতা ও স্বাধীনতার মুক্তাঞ্চল তেঁতুলিয়ার মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।
তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে সকল প্রকার লোভ-লালসা ত্যাগ করে সর্বদা এলাকাবাসী ও দলের উন্নয়নের কাজ করে গেছেন। তাঁর মত নেতা উপজেলা তেঁতুলিয়ায় ছিলেন বলে তৎকালীন সময়ে এ উপজেলায় আওয়ামী লীগ সুসংগঠিত হয়েছে।
তিনি আজ আমাদের মাঝে নেই তাই ২২তম মৃত্যু বার্ষিকীতে বাংলাদেশ কৃষকলীগ তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছে।
বক্তরা বলেন, বঙ্গকন্যা ও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের আদর্শকে সামনে রেখে তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠক সুসংগঠিত হয়ে দলের উন্নয়নে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মরহুমের ছেলে আব্দুল বাছেত, তেঁতুলিয়া শ্রমিকলীগের সভাপতি ইনছান আলী, যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাকিম, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব কবির হোসেন ও তেঁতুলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী প্রমুখ। বিশেষ দুয়ার মাধ্যমে আলোচনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।