পঞ্চগড়ে একটি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও একটি চাকুসহ মাসুম কামাল মাসুম (৬০) ও আহসান হাবীব (৪০)নামের দুই বাস যাত্রীকে আটক করেছে পুলিশ।
রোববার (১৪ নভেম্বর) দেবীগঞ্জে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি নৈশকোচ থেকে তাদেরকে আটক করা হয় বলে পুলিশ জানায়। আটককৃত মাসুম কামাল মাসুম বগুড়া জেলার গোহাইল রোড সুত্ররাপুর এলাকার মোশারফ হোসেনের ছেলে।একই জেলার দক্ষিণ ধাওয়াপাড়া এলাকার শাজাহান আলীর ছেলে আহসান হাবিব (৪০)।
এলাকাবাসি ও পুলিশ জানায়, তাদের কে গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জে ঢাকাগামী নাবিল পরিবহনে অভিযান পরিচালনা করে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ মডেলের একটি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও একটি চাকুসহ দুই যাত্রীকে আটক করা হয়।
পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা,অস্ত্রসহ দুইজন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,তাদেরকে জিজ্ঞাসাবাদ জন্যে আদালতে রিমান্ড চাওয়া হবে। আটক কৃতদের দাবী এটি তাদের বৈধ অস্ত্র তবে লাইসেন্সটি দেখে সেটা ভূয়া মনে হচ্ছে।আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হচ্ছে।