শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বিএনপির ৩১ দফার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শেখ হাসিনা সহ সকল নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র পিএফ ও গ্র্যাচুইটি সুবিধাদির চেক বিতরণ অনুষ্ঠিত নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা যুবলীগ নেতার মুক্তির দাবিতে বি এন পি কর্মীদের বিক্ষোভ ওয়েলসে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার দায়ে জরিমানা গাজায় উচ্চশিক্ষা পুনর্গঠনে আন্তর্জাতিক সম্মেলন হত্যা মামলার আসামিকে খালাসের প্রতিবাদে আদালত চত্বরে বিক্ষোভ লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর মাসিক সভা অনুষ্ঠিত

সরকারি কর্মকর্তাদের অহেতুক ব্যয় পরিহার করতে নির্দেশ: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ২৪৭ এই পর্যন্ত দেখেছেন
হবিগঞ্জ সার্কিট হাউজে জেলায় কর্মরত সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

চলমান সংকটময় পরিস্থিতিতে অহেতুক ব্যয় পরিহার করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

শনিবার (১২ নভেম্বর) বিকেলে  হবিগঞ্জ সার্কিট হাউজে জেলায় কর্মরত সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন মন্ত্রী।সেখানে প্রধান অতিথির বক্তব্যে সরকারি কর্মকর্তাদের নির্দেশটি দেন তিনি।

এম এ মান্নান বলেন, দেশের বড় উন্নয়ন প্রকল্প যেগুলো পরে করলেও চলবে; সেগুলো কমিয়ে গ্রামের নিম্ন আয়ের মানুষের কল্যাণকর কাজকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। গ্রামীণ প্রকল্পগুলো বাস্তবায়নে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। সরকারি কর্মকর্তারা অহেতুক ব্যয় পরিহার করবেন ও বাহুল্য বর্জন করবেন।

মন্ত্রী আশা করেন, সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদ সবাই হাতে হাত ও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। তিনি বলেন, সরকার কর্মকর্তাদের সঙ্গে আছে। রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তা কেউ কারও উপরে নয়, নিচেও নয়। সর্বত্র সমতল ভূমিতে থেকে আমরা কাজ করব।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির। সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

এ সময় হবিগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমসহ সর্বস্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ইউকেবিডিটিভি/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102