শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৩২ অপরাহ্ন

পঞ্চগড়ে ধর্মঘঠের কারণে দুর্দশায় পাথর লোডআনলোড শ্রমিকগণ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১৩৯ এই পর্যন্ত দেখেছেন

পঞ্চগড় সংবাদদাতা : পঞ্চগড়ে অনির্দিষ্ঠকালের জন্যে পাথর বালি ক্রয়বিক্রয় বন্ধ থাকায় পাথর শ্রমিকদের পরিবারে বিরাজ করছে চরম দুরবস্থা। গত গত বৃহস্পতিবার (২৫ আগষ্ট) থেকে পঞ্চগড় পাথর বালি ক্রয়বিক্রয় যৌথ ফেডারেশন ধর্মঘট ঘোষনা করেন । ধর্মঘটের কারনে বর্তমানে তাদের পরিবার নিয়ে অনাহারে দিনাতিপাত করতে হচ্ছে।

উল্লেখ্য যে, পঞ্চগড় জেলাসহ তেতুলিয়া উপজেলা পাথর বালি লোডআনলোড লেভার শ্রমিক রেজিনং তেতুলিয়া ২০৬৯/দেবনগর রেজি নং ২০৫০ সদস্য সংখ্যা প্রায় নারী,পুরুষসহ ১০ হাজার রয়েছে। বর্তমান দ্রব্যমুল্যের সাথে সমন্বয় করে ট্রাক লোডআনলোড রেট বৃদ্ধির জন্যে আবেদন করলে শ্রমিক নেতারা তাদের আবেদনের কারনে তেতুলিয়ায় পাথর লোড আনলো বন্ধ ঘোষনা করেন।

পঞ্চগড় জেলা পাথরবালি যৌথ ফেডারেশনের সভাপতি হাসিবুল হক প্রধান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে একই দিন সন্ধায় জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর পাথর বালি ব্যবসায়ীক সমিতির অফিস কার্যালয়ে পাথর বালি ব্যবসায়ী ও মালিকসহ সংগঠনের সদস্যদের নিয়ে আলোচনা শেষে রাতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ বিষয়ে তেতুলিয়া পাথর বালি লেবার শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি রঞ্জু মাসুদ জানান, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্যের দাম দিন দিন দাম বৃদ্ধি পাওয়া আমাদের লোডআনলোড লোডিং শ্রমিকগন পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। তাই লোডআনলোড প্রতি সেপ্টি ২টাকা ৮০; পয়সা থেকে রেট ৫:টাকা৫০ পয়সা বৃদ্ধির জন্যে পঞ্চগড় জেলা প্রশাসন বরাবরে আবেদন করছি। এ কারনে গত বৃহস্পতিবার (২৫ আগষ্ট) পাথর বালি ক্রয় বিক্রয় যৌথ সমিতি অনিদিষ্ট কালের জন্যে তাদের পাথর বালি ব্যবসা বন্ধ করেন।

এ বিষয়ে পঞ্চগড় জেলা পাথরবালি যৌথ ফেডারেশনের সভাপতি হাসিবুল হক প্রধান জানান, ওই দুই শ্রমিক সংগঠন ব্যবসায়ীদের সাথে কথা না বলে এবং প্রশাসনের কোন নির্দেশনা ছাড়াই একাই দাম বৃদ্ধি করে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাই এর প্রতিবাদে শনিবার (২৭ আগস্ট) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ব্যবসায়ীদের সম্মতিতে পাথর বালি ক্রয়-বিক্রয় বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক জহুরুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, শ্রমিকদের মূল্য বৃদ্ধির আবেদন আমরা পেয়েছি। এ ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102