মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন

শহিদকে চড় মারতে চেয়েছিলেন কিয়ারা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ১১৩ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: জনপ্রিয় বলিউড অভিনেতা শহিদ কাপুর ও অভিনেত্রী কিয়ারা আদভানি। ‘কবির সিং’ সিনেমায় এই জুটির রসায়ন বেশ পছন্দ করেছেন দর্শক। কিন্তু সিনেমাটির সেটে শহিদ কাপুরকে চড় মারতে চেয়েছিলেন কিয়ারা।

‘কফি উইথ করন’ টক শো-এর পরবর্তী পর্বে দেখা যাবে কিয়ারাকে। এর আগে পর্বটির একটি প্রোমো প্রকাশ পেয়েছে।

সেখানেই শহিদকে নিয়ে বেশ কিছু রহস্য ফাঁস করেছেন কিয়ারা। এর মধ্যে একটি ‘কবির সিং’ সিনেমার সেটে এই নায়িকাকে আট ঘণ্টা অপেক্ষা করিয়েছিলেন শহিদ।

কিয়ারা জানিয়েছেন, সিনেমার পরের দৃশ্যে শহিদ কোন জুতা পরবেন, সেটি নিয়েই চলছিল আলোচনা। আর এর জন্যই আট ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল কিয়ারাকে। স্বাভাবিকভাবে সেটি নিয়ে ভীষণ বিরক্ত হন এই অভিনেত্রী। মনে মনে শহিদকে চড় মারার কথাও ভেবেছিলেন।

কিয়ারা বলেন, ‘শুটিংয়ে আমার তৃতীয় বা চতুর্থ দিন ছিল। আমাকে ৮ ঘন্টা অপেক্ষা করানো হয়েছিল, কারণ এটা নিয়ে আলোচনা চলছিল যে, পরের দৃশ্যে শহিদ কোন জুতো পরবেন। মনে মনে বেশ কয়েকবার তাকে চড়ও মেরেছিলাম।’

অনুষ্ঠানে কিয়ারার সঙ্গে শহিদ কাপুরও উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার (২৫ আগস্ট) ডিজনি প্লাস হটস্টারে ‘কফি উইথ করন’-এ তাদের এই পর্ব সম্প্রচার হবে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102