

শরতের উৎসব শেষ হতেই কলকাতায় শুরু হয়েছে বছরের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসবের প্রস্তুতি। নতুন বছরের ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে পর্দা উঠবে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার, যা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
এবারের বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন দেশ-বিদেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, শিল্পী ও বিভিন্ন ক্ষেত্রের গুণীজনেরা। বই মেলায় পাওয়া যাবে নবীন ও প্রবীণ লেখকের লেখা বই ও কবিতা।
এরই সঙ্গে কলকাতা বইমেলা’য় অনুক্ষণ পাব্লিকেশন প্রকাশ করতে চলেছে কবি বিদ্যুৎ ভৌমিক এর ১০০ টি কবিতা নিয়ে কাব্যগ্রন্থ শুধু প্রিয়ংবদার জন্য । গ্রন্থটির প্রচ্ছদ এঁকেছেন মন্দিরা সমাদ্দার । পাঠকদের জন্য বই মেলার সকল বইয়ের দোকানে বইটি পাওয়া যাবে। বইটির মূল্য ২৮০ টাকা । বই এর কপি এবং অন্যান্য তথ্যের জন্য যোগাযোগ এর নাম্বার : ~ ৬২৯০২৪৬৯৩২।
বইটি সম্পর্কে জানতে চাইলে কবি বিদ্্যুৎ ভৌমিক জানান নতুন বছরে বইমেলায় বইটি আসবে ভিন্ন মাত্রার কবিতার সম্ভার নিয়ে। বইটি পড়ার জন্য পাঠকদের কাছে অনুরোধ জানাচ্ছি।
কবি বিদ্্যুৎ ভৌমিক এর নতুন বইয়ের জন্য ধন্যবাদ ও শুভেকামনা জানিয়েছেন ইউকে বিডি টিভি পরিবারের পক্ষে চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মাদ মকিস মনসুর ও ম্যানেজিং ডিরেক্টর ইন্জিনিয়ার খায়রুল আলম লিংকন। তারা সকল পাঠককে শুভেচ্ছা জানান ও ভিন্ন মাত্রার এই বইটি পড়ার জন্য পাঠকদের প্রতি অনুরোধ জানান।