তেতুলিয়া সংবাদদাতাঃ তেতুলিয়ায় উপজেলায় জাতীয়তাবাদী দল বি এন পি আয়োজিত ২৪ আগস্ট বুধবার বিকালে ৪টা সময় শালবাহান বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, বিদ্যুৎতের লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি , ভোলায় পুলিশের গুলিতে নূরে আলম ও আব্দুর রহিমের হত্যার প্রতিবাদে সমাবেশ সভায় শালবাহান ইউনিয়ন বিএনপির সভাপতি মতিয়ার রহমান এর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বি এন পি আহ্বায়ক শাহাদত হোসেন রন্জু। বক্তব্য রাখেন যুগ্ন আহ্বায়ক আবু সাঈদ মিয়া, সাবেক ছাত্রদল নেতা দোলোয়ার হোসেন নয়ন, সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির হিটলার, তাতীদলের মো;তাজউদ্দীন, ওলামা দলের সোহবার আলী, জাকির হোসেন, যুবদলের আবুনোমান এনাম, কৃষকদলের কামরুজ্জামান কামু, এ্যাড দুলাল মিয়া, মনোয়ার হোসেন হানিফ প্রমুখ।
প্রতিবাদ সভায় সাংগঠনিক সম্পাদক মোঃহুমায়ন কবির হিটলারের উপস্থাপনায় শাহাদত হোসেন,রন্জু তার বক্তব্যে বলেন,গন আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন গঠানো হবে।