শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:১০ অপরাহ্ন

চা শ্রমিকদের কাজে ফেরাতে বাগানে বাগানে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১৩৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: চা বাগানে আন্দোলনরত শ্রমিকদের কাজে ফেরাতে বাগানে বাগানে যাচ্ছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। তারা ভাড়াউড়া, জেরিন, কালিঘাট ও ফুলছড়া চা বাগানে গিয়ে আন্দোলনরত শ্রমিকদের সাথে কথা বলেন। তারা প্রধানমন্ত্রীর উপর আস্থা রেখে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার জন্য বলছেন। তাদের কথায় দুই একটি বাগানের শ্রমিকরা কাজে যোগ দিলেও শ্রীমঙ্গলের অন্যসবকটি বাগানে কাজ বন্ধ রেখেছেন শ্রমিকরা।

১১তম দিনের মতো মঙ্গলবার শ্রমিকরা বাগানে বাগানে ৩০০ টাকা মজুরির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। করছেন মিছিল সমাবেশ। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার শ্লোগান দিচ্ছেন।জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বাগানে গিয়ে শ্রমিকদের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনাদের খুব বেশি ভালোবাসতেন। আর তারই কন্যা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনিও সবসময় আপনাদের কথা ভাবেন। আমরা আপনাদের সব দাবি-দাওয়া, দুঃখ-কষ্ট প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছি। প্রধানমন্ত্রী কার্যালয়ে এগুলো নিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী আপনাদের সাথে কথা বলতে গেলে একটা প্রস্তুতি নিতে হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। আপনারা এখন কাজে যোগ দেন। যত তাড়াতাড়ি আপনারা কাজে যাবেন, তত দ্রুততম সময়ের মধ্যে আপানাদের এই সমস্যা সমাধান হবে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া শ্রমিকদের বলেন, আপনারা কাজে যোগ দেন, যারা আপনদের মিথ্যা কথা বলে বিভ্রান্তি ছড়াতে চায়, তাদেরকেও আপনারা বুঝিয়ে কাজে যোগ দেওয়ার জন্য বলবেন। খুব তাড়াতাড়িই সব ঠিক হয়ে যাবে। আপনারা যাকে মা মানেন, সেই প্রধানমন্ত্রী আপনাদের সাথে বসবেন, কথা বলবেন। আপনারা যাতে মনে শান্তি পান, এরমকই কিছু একটা হয়ে যাবে।

এদিকে, ৩০০ টাকা মজুরি বৃদ্ধির দাবিতে জেলার কুলাউড়া, রাজনগড় ও জুরী উপজেলার চা বাগানগুলোতে ধর্মঘট চলমান রয়েছে বলে জানা গেছে। সকাল থেকেই আন্দোলন হচ্ছে গাজীপুর, রাঙ্গিছড়া, কালিটি ও মেরিনা চা বাগানে। আন্দোলনরত শ্রমিকরা মিছিল নিয়ে এসে কুলাউড়ার স্কুল চৌমুহনীতে সড়ক ও রেল পথে অবস্থান নেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ চলছিল।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট থেকে চা শ্রমিকরা এই আন্দোলন শুরু করেছিল। সংকট সমাধানে সরকার ও মালিকপক্ষের সাথে শ্রমিকদের শ্রীমঙ্গল ও ঢাকায় চার দফা বৈঠক হয়েছিল। সেই বৈঠকগুলোতে কোনো সুরাহা হয়নি।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102