মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন

তেঁতুলিয়ায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১৪২ এই পর্যন্ত দেখেছেন

খাদেমুল ইসলাম, তেতুলিয়াঃ তেঁতুলিয়া ২ বোতল  ফেনসিডিলসহ মোঃ সিদ্দিক (৩৬)  নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।

রবিবার (২১ আগষ্ট) রাতে মডেল থানা পুলিশ গোপন অভিযান পরিচালা  করে উপজেলার ২ নং তিরনই  ইউনিয়নের হাকিম পুর গ্রাম হতে  মাদক বিক্রি করার সময় তাঁকে আটক করা হয়।

আটককৃত সিদ্দিক (৩৬)  উপজেলার তিরনই ইউনিয়নের হাকিম পুর গ্রামের মৃত আলতাফের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানার এস আই দীনবন্ধু রায়, এস আই তপন কুমার রায় ও এস এসআই ওমর ফারুকের সঙ্গীয় অফিসার ফোর্স তাদের নেতৃত্বে  রাতে তেঁতুলিয়া তিরনই হাট ইউনিয়নের হাকিমপুর গ্রামে  অভিযান চালিয়ে ২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক করে  মাদক ব্যবসায়ী সিদ্দিককে। সে দীর্ঘ দিন থেকে সুকৌশলে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন বলে জানাযায়।

তেঁতুলিয়া মডেল থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সাঈদ চৌধুরি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাঁর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০ এর ক ধারায় মামলা দায়ের করা হয়েছে। ধৃত আসামীকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102