সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে ট্রেনের ধাক্কায় চিকিৎসকের মৃত্যু সাংবাদিক মুরাদ জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক মনোনীত সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিত আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশতাধিক বিসিক এর প্লট বরাদ্দ নিয়ে শ্রীমঙ্গলে মতবিনিময় সভা অনুষ্ঠিত সম্প্রীতির বন্ধনে দেশকে এগিয়ে নিতে চাই- সুপ্রদীপ চাকমা পার্বত্য শান্তিচুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ পঞ্চগড়ে বিএনপির ৩১ দফার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শেখ হাসিনা সহ সকল নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র পিএফ ও গ্র্যাচুইটি সুবিধাদির চেক বিতরণ অনুষ্ঠিত

ডিসি ঘরছাড়া মানুষের কথা শুনলেন, দিলেন ত্রাণ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ২২৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: চারদিকে থৈ থৈ বন্যার পানি। তলিয়ে গেছে ঘর। নিরাপদ আশ্রয়ের আশায় গরু-ছাগল নিয়ে উঠেছেন আশ্রয়কেন্দ্রে। গত চার-পাঁচ দিন ধরে হাওর অঞ্চলের (কুলাউড়া অংশের) প্রায় ৫শতাধিক পরিবার আশ্রয় নিয়েছেন আশ্রয়কেন্দ্রে।

বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে তিনটি আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহীদ আহসান। এ সময় ঘরছাড়া পরিবারগুলোর খোঁজ-খবর নেন তিনি।

জেলা প্রশাসক আশ্বস্ত করেন ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। পরে আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয়া একশ দশটি পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়।

এর মধ্যে ভুকশিমইল ইউনিয়নের ভুকশিমইল স্কুল এন্ড কলেজ আশ্রয় কেন্দ্রে ২৬ পরিবার, একই ইউনিয়নের কাইরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে ২২ পরিবার ও ঘাটের বাজার ৬০ পরিবারের মধ্যে দুইশত প্যাকেট চিড়া, মুড়ি, গুড়, বিশুদ্ধ পানি, স্যালাইন।

খাবারে মধ্যে ছিলো ১০ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি লবন, ভোজ্য তেল ১ লিটার, লবন ১ কেজি, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ১ প্যাকেট। একইসাথে ৪০ প্যাকেট শিশু খাদ্যও দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আবু জাফর রাজু, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফি আহমদ সলমান, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. ফেরদৌস, মেডিকেল অফিসার ডা. জাকির হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, উপজেলা প্রকল্প অফিসার শিমুল আলী, জনস্বাস্থ্য অফিসার মো: মুহসিন আলী প্রমুখ।

উল্লেখ, বন্যার্তদের সহায়তা কুলাউড়া উপজেলায় ৭৫ মেট্রিকটন চাল, দুইশত প্যাকেট শুকনো খাবার ও নগদ ২ লক্ষ বিশ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

এছাড়াও প্রশাসনের উদ্যোগে কয়েক ধাপে আরও ১৬০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে উপজেলার আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়া পরিবারগুলোর মাঝে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102