স্টাফ রিপোর্টার: চারদিকে থৈ থৈ বন্যার পানি। তলিয়ে গেছে ঘর। নিরাপদ আশ্রয়ের আশায় গরু-ছাগল নিয়ে উঠেছেন আশ্রয়কেন্দ্রে। গত চার-পাঁচ দিন ধরে হাওর অঞ্চলের (কুলাউড়া অংশের) প্রায় ৫শতাধিক পরিবার আশ্রয় নিয়েছেন আশ্রয়কেন্দ্রে।
বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে তিনটি আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহীদ আহসান। এ সময় ঘরছাড়া পরিবারগুলোর খোঁজ-খবর নেন তিনি।
জেলা প্রশাসক আশ্বস্ত করেন ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। পরে আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয়া একশ দশটি পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়।
এর মধ্যে ভুকশিমইল ইউনিয়নের ভুকশিমইল স্কুল এন্ড কলেজ আশ্রয় কেন্দ্রে ২৬ পরিবার, একই ইউনিয়নের কাইরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে ২২ পরিবার ও ঘাটের বাজার ৬০ পরিবারের মধ্যে দুইশত প্যাকেট চিড়া, মুড়ি, গুড়, বিশুদ্ধ পানি, স্যালাইন।
খাবারে মধ্যে ছিলো ১০ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি লবন, ভোজ্য তেল ১ লিটার, লবন ১ কেজি, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ১ প্যাকেট। একইসাথে ৪০ প্যাকেট শিশু খাদ্যও দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আবু জাফর রাজু, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফি আহমদ সলমান, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. ফেরদৌস, মেডিকেল অফিসার ডা. জাকির হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, উপজেলা প্রকল্প অফিসার শিমুল আলী, জনস্বাস্থ্য অফিসার মো: মুহসিন আলী প্রমুখ।
উল্লেখ, বন্যার্তদের সহায়তা কুলাউড়া উপজেলায় ৭৫ মেট্রিকটন চাল, দুইশত প্যাকেট শুকনো খাবার ও নগদ ২ লক্ষ বিশ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
এছাড়াও প্রশাসনের উদ্যোগে কয়েক ধাপে আরও ১৬০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে উপজেলার আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়া পরিবারগুলোর মাঝে।
ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম