রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১৮ অপরাহ্ন

কাজটা সহজ হয়ে যায় সাকিব ১০ উইকেট নিলেই

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১৫৪ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টায় ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগায় শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ক্যারিবীয় সফরে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের টেস্ট জয়ে সহজ পথ বাতলে দিলেন জাতীয় দলে অনিয়মিত হয়ে যাওয়া তারকা ব্যাটসম্যান ইমরুল কায়েস। 

কায়েস বলেন, ওয়েস্ট ইন্ডিজে সবশেষ সফরে আমরা ভালো খেলিনি। এবার পেস আক্রমণ, স্পিন আক্রমণ মিলিয়ে ভালো একটা দল গেছে। আমি আশা করি, আমরা যেন ম্যাচ না হারি। জিততে না পারলেও অন্তত যেন ড্র করতে পারি। আশা করি ভালো কিছু হবে।

কায়েস আরও বলেন, সাকিব যদি দুই ইনিংসে ১০ উইকেট নিয়ে নেয়, তাহলে তো জয় পাওয়া কঠিন নয়। কাজটা অনেক সহজ হয়ে যায়। এছাড়া তাইজুলসহ যারা আছে সবারই সামর্থ্য আছে ১০ উইকেট নেওয়ার। আমার কাছে মনে হয় রোমাঞ্চকর ম্যাচ হবে।

২০১৯ সালের নভেম্বরে ভারত সফরে দুই টেস্ট (চার ইনিংসে ৬, ৬, ৪ ও ৫) বাজে পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়েন কায়েস। 

প্রায় তিন বছরের মতো জাতীয় দলের বাইরে থাকা কায়েস বলেন, জাতীয় দল অনেক মিস করি। আসলে প্রায় তিন বছর হয়ে গেছে জাতীয় দলে খেলি না। জাতীয় দলে খেলা অনেক মিস করি।

তিনি আরও বলেন, নিজের ফেরার ইচ্ছা আছে বলেই তো বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে জয়েন করেছি। নইলে তো বাসায় বাসে থাকতাম বা অন্য জায়গায় চলে যেতাম। ইচ্ছা আছে বিধায় চেষ্টা করে যাচ্ছি।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102