রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০৭ অপরাহ্ন

বাবা হলেন অনিল বাগচী খ্যাত তারকা আরেফ সৈয়দ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১৮৭ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: কন্যা সন্তানের বাবা হলেন ‘অনিল বাগচী’খ্যাত অভিনেতা আরেফ সৈয়দ। গত রোববার রাজধানীর একটি হাসপাতালে নবজাতকের জন্ম হয়। নতুন অতিথির নাম রাখা হয়েছে মিরহা আফরোজ সৈয়দ। আরেফের স্ত্রী সামিয়া আফরোজ ও সন্তান দুজনই ভালো আছেন বলে জানান এই তারকা। 

আরেফ বলেন, ‘বাচ্চা বেশ ভালো আছে। তার ওজন চার কেজির ওপরে। মাও সুস্থ আছেন। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে, তিনি আমাদের এত সুন্দর উপহার দিয়েছেন।’

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘অনিল বাগচীর একদিন’ থেকে সিনেমা তৈরি করেন মোরশেদুল ইসলাম। এর মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক হয় এই অভিনেতার। তিনি আমেরিকায় একটি থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

এরপর বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য ও সিনেমায় কাজ করেছেন আরেফ সৈয়দ। সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বেঙ্গলি বিউটি’। এ ছাড়া তিনি ‘কার্স অব কোহিনূর’ নামের মার্কিন সিনেমায় অভিনয় করেছেন। আরেফ ২০১৮ সালে পূর্ব পরিচিত সামিয়া আফরোজকে বিয়ে করেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102