খাদেমুল ইসলাম, তেতুলিয়াঃ তেতুঁলিয়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে শহিদ (৪২) নামে এক ব্যাক্তি মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুন) রাতে উপজেলার সদর ইউনিয়নের বুড়িমুটকি এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত শহীদ ওই এলাকার মোশাররফ হোসেনের ছেলে। নিহতের সাথে তার ভগ্নিপতি সাদ্দাম আহত হন।
পুলিশ জানায়, উপজেলার সদর ইউনিয়নের বুড়িমুটকি এলাকার শান্তি রাণী নামে এক নারীর বাড়িতে সলিম উদ্দীন নামে এক ব্যাক্তির যাতায়াত ছিল। এ নিয়ে সোমবার রাতে সলিমের সাথে শহীদ ও সাদ্দামের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে সলিমের লোকজনের মারধরে শহীদ ও সাদ্দাম আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদেরকে তেতুঁলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শহীদের মৃত্যু হয়। এ ঘটনায় শহীদের স্ত্রী ফেন্সী আক্তার বাদী হয়ে ১১ জনকে আসামী করে তেতুঁলিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।