মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল এর ফাইনাল খেলা সম্পন্ন  

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ১৬১ এই পর্যন্ত দেখেছেন

বিজয় রায়, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলায় 
জাকজমকপুর্ন আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা (অনুর্দ্ধ-১৭)’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুন) সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে, জেলা প্রশাসন, জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ফাইনাল খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মামুন ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মির্জা তারেক আহমেদ বেগ, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার গুপ্ত বুয়া প্রমুখ। 

এ সময় জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা-কর্মচারী, জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল এসোসিয়েশনের বিভিন্ন কর্মকর্তা, সদস্য, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, ৬ টি করে টিমের মধ্যে দিয়ে খেলা উদ্বোধন শুরু হয়। ফাইনাল খেলায়(বালক) ঠাকুরগাঁও পৌরসভা বনাম রাণীশংকৈল উপজেলা অংশগ্রহণ করেন। খেলায় রাণীশংকৈলকে ১গোলে হাড়িয়ে ঠাকুরগাঁও পৌরসভা বিজয় লাভ করেন। অপরদিকে (বালিকা) রাণীশংকৈল উপজেলা ঠাকুরগাঁও পৌরসভাকে ৫ গোলে হাড়িয়ে জয় লাভ করেন

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102