যুক্তরাজ্য অফিস: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ ৩৮৬ জন রুশ আইনপ্রণেতার ওপর শুক্রবার নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমার ৩৮৬ জন সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞার কারণে তারা ব্রিটেন সফর করতে পারবেন না। ব্রিটেনে থাকা তাদের সব সম্পদও জব্দ করা হবে।
গত ২৪ ফেব্রুয়ারি পুতিন ইউক্রেনে ‘বিশেষ অভিযানের’ ঘোষণা দেওয়ার পর পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে।
বৃহস্পতিবার রাশিয়ার অন্যতম ধনকুবের ও চেলসির মালিক রোমান আব্রামোভিচের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য।
সম্পদ জব্দ এবং ভ্রমণ নিষেধাজ্ঞাসহ নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা সাতজন অলিগার্চদের মধ্যে রোমান একজন।
নিষেধাজ্ঞার তালিকায় ধনকুবের ইগর সেচিন এবং ওলেগ ডেরিপাস্কাও রয়েছেন। তারা দুজনই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম মিত্র।
এদিকে, ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিমান ও মহাকাশ প্রযুক্তির ওপর নতুন কিছু নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাজ্য। ওই নিষেধাজ্ঞার ফলে এখন থেকে যুক্তরাজ্যে থাকা রাশিয়ার বিমান আটক করতে পারবে কর্তৃপক্ষ। এছাড়া যুক্তরাজ্যে রাশিয়ার কোনো বিমানের প্রবেশ, অবতরণ বা চলাচল অপরাধ হিসেবে গণ্য করা হবে।