বিনোদন ডেস্ক: ফ্যামিলি ড্রামা ও থ্রিলার ঘরানার গল্প নিয়ে তৈরি হয়েছে চরকি অরিজিনাল সিরিজ ‘নিখোঁজ’। ৬ পর্বের তারকাবহুল এ সিরিজের মধ্য দিয়ে এই প্লাটফর্মে অভিষেক ঘটতে যাচ্ছে এক সময়ের নন্দিত তারকা আফসানা মিমির। বহুদিন পর তাকে আবারও পর্দায় দেখা যাবে।
দীর্ঘদিন পর ক্যামেরার সামনে দাঁড়ানো প্রসঙ্গে আফসানা মিমি বলেন, ‘কাজটি করার জন্য যখন ফোন পাই প্রথমেই বলেছিলাম, মোটা-সোটা বয়স্ক ভদ্রমহিলাকে কাজটি করার এপ্রোচ করছেন, চরিত্রটা আমার সাথে যাবে তো? পরে যখন পরিচালক রিহানের সাথে পরিচয় হয় আর স্ক্রিপ্টটা পড়ি তখনই আমার মনে হয়েছে কাজটা করার একটা রিস্ক নেয়া যায়। কারণ, স্ক্রিপ্টটা পড়েই সবার চরিত্র আমার কাছে খুব ভালো লেগেছে। শ্যুটে যাওয়ার আগে আমরা অনেক আড্ডা দিয়েছি, রিহার্সেল করেছি।
আর শ্যুটের সময় মানে ক্যামেরার সামনে আমি একদম পরিচালকের বাধ্য বালিকা। আর ডিরেক্টর হিসেবে রিহান চমৎকার। আমি ওর উপরে ১০০% ডিপেন্ড করে মানে রিহান যেভাবে বলেছেন সেভাবে ব্লাইন্ডলি কাজ করে গেছি।’
তিনি আরও বলেন, ‘কাজটা করতে গিয়ে আমার সবকিছু খুব আপন মনে হয়েছে। এখানে যারা অভিনয় করেছেন তারাও দুর্দান্ত ছিলেন। আর চরকি এমন সব কনটেন্ট মানে ধরা বাঁধা কনসেপ্টের বাইরে গিয়ে নতুন কিছু প্লট ও গল্প দর্শকদের দেখাচ্ছে তা অবশ্যই প্রশংসার দাবি রাখে। যখন আমি দর্শক হিসেবে চরকি দেখছি তখনও ভালো লেগেছে আবার যখন চরকির সঙ্গে কাজ করেছি তখনও ভালো লেগেছে।’
আগামীকাল ১৭ মার্চ রাত ৮ টায় চরকিতে মুক্তি পাচ্ছে সিরিজটি। এখানে আফসানা মিমি ছাড়া আরও অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া, ফারুক আহমেদ, শতাব্দী ওয়াদুদ, খায়রুল বাসার, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, শিল্পী সরকার অপু, দীপান্বিতা মার্টিন, মাসুম রেজওয়ানসহ আরও অনেকে।